স্মরণিকা


পলকের রাশ ফেলে,
বারো কাঁটা দূরে ঠেলে,
উনিশের স্মৃতি জ্বলে।


আমোদ রাত


যৌবনের মউবনে,
বিষজ্বালা বিশমনে,
যেতে হবে উত্তরণে।


চরৈবেতি


ভয়াবহে ভয় কেন?
লাল নিশানেরে চেনো,
পথে পথ পায় যেন।