সমসুত্রে গাঁথা


এক) পথিকৃৎ


    খামখেয়ালি এ কোন আকর্ষণে, ছুট্টে    
বেড়াই দুহাত বাড়াই,কাছেতে কেউ না টানে,
              তবুও মন না মানে।


দুই) ক্ষয়িষ্ণু


     লাগামহীন অশ্বও পোষমানে, নরম
সময়ে, অকারণে ভয়ে, দিগন্তের ওই কোণে,
           কেবলই প্রমাদ গোনে!


তিন) খোলা আকাশ


  চঞ্চলতায় জীবন খোঁজে মানে, হাওয়ায়
  ভাসা, দুরন্ত আশা, দুঃসহ কোন জীবনে,
              হারায় নীল গগনে।