,


              ( সম সূত্রে গাঁথা )
            
                     (এক)


                    নবপত্রিকা


       সপ্ত রথীর প্যাঁচ কষে কলাবতীর
  চান, পঞ্চমে সুর, ঋতু নয় দূর, কলরবে
       টপকে সবারে,পায় নিজ সম্মান।


                      (দুই)


                    সন্ধিক্ষণে


            অষ্টবসুর পদার্পন নবগ্রহ
    দিকে, সন্ধি দীপ, বিদায় জরিপ, তাপ
    ছড়িয়ে বিশুদ্ধতা, বাতাস জুড়ায় শাঁখে।


                     (তিন)


                  আপনবোধে


          দশমহাবিদ্যার সুচারু প্রকাশ
মনে, রাঙা রাগে, বধু জাগে, বিদায় লগন
         ঝেড়ে সবাই,বাঁধে আলিঙ্গনে।