এখনো আমি দাঁড়িয়ে রই
কাঁচ সাগরের ধারে,
উথাল ঢেউ মনেরে ওই
ভুলিয়ে আপন করে।


সাগর দোলে নৌকো আসে
স্বপন দোলায় ভেসে,
কখ‌নো দেখি ফসফরাসে
জোনাক জ্বলছে হেসে।


সীমানা খুঁজি অনেক দূর
অসীমে দাঁড়িয়ে একা,
মনের বীণে বাজে না সুর
পাইনে সাথীর দেখা।


হাতছানিতে ওপার হ'তে
হাতেতে হাত রেখেছ,
আমি তো কই পারিনি যেতে
বলো না 'কেমন আছো'?