সুয্যি ঘোরে বেজায় জোরে
দক্ষিণে নয় উত্তরে,
আকাশ পথে আপন রথে
যাত্রাটি তার ঝর্ঝরে।


উত্তরায়ন বসন্তবন
দখিন বায়ু মন কাড়ে
গ্রীষ্ম শেষে বর্ষা এসে
বদলি ঋতুর হাত ধরে।


দক্ষিণায়ন আনলো শ্রাবণ
শরৎ আর কিছু দূরে,
কাশের বনে শিউলি মনে
শারদ রাগ বাজে সুরে।


এমনি ভাবে বছর যাবে
উদয় হবে সূর্য রেশ,
যায় না অস্ত কাজ যে মস্ত
উদয় পথে অন্যদেশ।