যুবশক্তি, পেট্রোল ডুবানো আগ্নেয়াস্ত্র।
দারিদ্র্য নিষ্পেষণে রুদ্ধ ওদের বাক ,
শরীরে ক্ষমতা ভরপুর।  অনাহারে
দুমুঠো অন্ন দিয়ে তাদের কেনা হচ্ছে।


সেই যুবশক্তি, ইতিহাসের পাতায়
রক্তলেখা উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে,
যারা আজও অমর। তবু সমাজের
নজরে যারা পরে থাকে অবহেলায়।


কোথায় যুবশক্তি, গর্জনে সিংহরব
অন্যায়ের বিরুদ্ধে তোমার? আজ তুমি
লাশকাটা ঘরে বন্দী, শুধু নীরবতা
ভেঙে সত্য সোচ্চারে বলার অপরাধে।


হায় যুবশক্তি, তুমি জীবন খেলায়
নির্বাক বলি। নর পিশাচেরা এখনো
নির্লজ্জ দৃষ্টিতে। কিন্তু আর কতকাল
দেখবো মুখ বন্ধ করা আসামী বনে?


হে যুবশক্তি, বুঝি না কী দোষ তোমার
সমাজের মুখোশ খোলাটাই কি রোষ?
যদি তাই হয় কারন কথা দিলাম,
আমি হব সমাজের নতুন শিকার।


তবু হে সমাজ, তোমার নগ্নতা ব্যক্ত
করবোই। এভাবে বাঁচা সম্ভব নয়।
আমি সব আপোষের নীতি কথা ছেড়ে-
ধিক্কার তুলে সার্থক করবো জীবন।