ছেড়ে ঘর, হও যাযাবর দুরের টানে,
এ বাধন ছিড়বে তখন অযতনে।
অসীমে মেলতে ডানা, নেইতো মানা দূর গগনে,
শেকলের দাগ রয়ে যায় তবুও মনে।
ফিরে আর ডাকবনা হায়, ভুলেই যেও,
বাকি সব হিসেব যত মিলিয়ে নিও।
বহুদিন পরে যদি মনেও পড়ে,
সে আবার মিলিয়ে যাবে সুখের ঝড়ে।
নিজেকে সাজিয়ে তখন নিজের মত,
কেই বা আর মনে রাখে বন্ধু যত ?
এসবই ভুলবে তুমি সবাই ভোলে,
সময়ের বিবর্তনেই সবাই চলে।
আমি যে উলটো পথের যাত্রি এমন,
কে আছে পাগোল এমন আমার মতন?
ভুলে যাই ভুল করে সব মনের ভুলে,
ভুলে কত স্বপ্ন দেখি সময় ভুলে।
ভুল করে ভালোবেসে কাঁদছে এ মন,
সে বরং ভালোই ছিল হঠাত মরণ!
তবুও তোমার সুখেই সুখি আমি,
তুমি যে আমার কাছে অনেক দামি!!
-o-