শূন্য সময়,
অর্থ বোঝার ব্যর্থ প্রচেষ্টায় ক্রমাগত অপচয়।
এক ঝাঁক রোদের মত হঠাৎ ঝাঁপিয়ে পড়া আবেগ,
আর নিঃশেষ হতে থাকা বাৎসল্য।
সে এক অদ্ভুত বেচে থাকা।
যুগ যুগ আগে থেকে নির্দিষ্ট পথ,
পূর্বজ দের পদতলে মসৃণ আর পরিনামদর্শি।
যাযাবর মন, আমি অন্য পথের খোঁজে কাটিয়েছি বাইশ বছর।
অনিশ্চয়তা আর বিপদের স্তূপে ডুবে থাকা সম্ভাবনা,
যেখানে অনিশ্চয়তাই একমাত্র নিশ্চিত।
হয়ত আমার ব্যর্থতা, এবং আর কয়েকজনের অসাফল্য,
আরো কিছু যুগ পরে, কাউকে পৌঁছে দেবে,
ঠিক আলোর কাছে।
সগর্বে ঘোষণা করার সময় আসবেই,
আমি চলেছি বলেই তৈরি হলো এই পথ।