দেখেছি দারিদ্র্যতার পিঠে-কোমরে-যোনিতে
আমার লকলকে জিহ্বা; জন্মাতে গরীবের বাচ্চা
প্রাসাদ স্বপ্নে ঝলসানো দগদগে উজ্জ্বল চোখে!
আমি বলেছি হোক, মোন্দ নয় কিছুই ভালোবাসায়
তোয়াক্কার নয় উনিশ একুশ অথবা কচিকাঁচা আট
ইভেন সদস্য নবজাত মানবাধিকার সবার। রাষ্ট্রিয় কামরশ
টপকে পড়ুক ধর্ষিতার গ্রীবায় আলতো।
আমি চেয়ে— দখিনের গনগনে মিথ্যার বেসাতী ডাইনিং টেবিলে
সত্যের হোলদেটে ব্লিচ করা দাগ কেমন যেন নব বধু,
ওটা আমারি ঔরসে জন্ম নেয়া বৈভব যত্নের অনুদান।
আমাকে বলা হয়েছিল, "দরিদ্র নয় মানুষ হও"
মানুষের ছোরায় জবেহ কর সত্য—
যদি কখনও তোমার মুস্তাকিমে প্রতিবন্ধক হয়।
আমি একনিষ্ঠ ধর্মের পথে, চোখ-মাথা-হৃদয় ছুঁয়ে
প্রতিজ্ঞাবদ্ধ হওয়া অঙ্গীকারনামায় সত্যের দস্তখত-নুকতা
গড়ার সাহস করব না কখনই, আমি ধার্মিক!
সেদিন এক বড় শ্রেণীর পুরুষাঙ্গ লেহন রত এক দরিদ্র যোনিকে
"বেশ্যা" গালি দিতেই অট্টহাসিতে ফেটে পড়ল বিধাতার দল!
বুকে টেনে দিল সাবাসি, "বেটা বাঘের বাচ্চা!"
আমি ধার্মিক! বিধাতার দলে ভাবী বিধাতা!


০৯/০৫/২০
০৪:২৭এম