বিদগ্ধ সংবাদ এলো "আমি নেই"
জাগতিক অশ্রু প্রপাত বহিঃসমুদ্রে সাড়া জাগিয়ে
ইহজীব নোঙ্গর ডুবাল পর-কাল্পনিক ভ্রাতাগৃহের ইশকে
রেখে যাওয়া পিপাসার্ত কণ্ঠনালীর দিগম্বর অথচ—
দিগ্বিজয়ী সার্ফারাজ ; পুষ্প মূর্ছে মানের ভানে দেহ ছাড়বে
অপলক অবলোকন, আদুরে মুখে তুলে দেওয়া জহর।
"আমি নেই" সংবাদ দিবালোক খ্যাত দিবাকর-বাণী
"মনটা ভালতো?" একটা বিদ্রূপ আর বিদ্রূপের জৌলুস
কখনো শুনেছ দেহ কথা কয় স্ফুর্তির অট্টকুহারে?
বিদ্ঘুটে বেদবাণীর মন্ত্র জপে আজরাইলের শাহাদাত
ইন্দ্রের বজ্র তেলাওয়াতের কানে বাতাস ফুঁকে ; কথা—
"আমি নেই" চিতায় ভস্ম কাবার গেলাফ সত্য গতরে।
নটী খানায় প্রস্তুতি বেধড়ক মনোজ্ঞ মাতম-কুচকাওয়াজ
প্রধান অতিথি পৃথিবী প্রাক্তন ; লোভাতুর আস্ফালন।
চামড়া লেফাফায় মাওসেতুং আর মানবতার হিটলার
আমন্ত্রণপত্র  নবজাতক-রক্তে স্নান হয়ে গৃহিত শিব চরনে।
বলতে চেয়ে ছিল "মা" ভীষণ ক্রোধে কিন্তু... "আমি নেই"
আগামীর চন্দন গাছটায় উই চড়ছে, জিব নাড়িয়ে বলবে…
না! থেমে গেল স্বৈরাচার মেঘ পুঞ্জীভূত কেহের ছাড়ছে… ।


মানুষ! হাহ্ মানুষ! পৃথিবী জোড়া একমাত্র মানুষ—
"আমি নেই" বলতে আনন্দ হয় পুলক আসে "আমি নেই"
সবাই আছে, সব্বাই আছে শুধু "আমি নেই" মানুষের
চৌহদ্দিতে হিতাহিত জ্ঞানের ভারসাম্য নষ্ট ভাগাড়ে সেরেফ-
আমি নেই! তবুও— "Be the reason someone smiles."