তুমি যা চাইছো তা দেবার সামর্থ্য আমার কোন কালেই ছিলনা।
হয়তো ছিল কিন্তু দিবার মন মানসিকতা তৈরিতে তুমি ব্যর্থ।
আর সে ব্যর্থতা বাড়িয়েছে দূরত্ব,
তোমার আমার মাঝে টেনেছে বিরহ-প্রাচীর,
প্রচণ্ড আসক্তিকে গলা টিপে অনর্গল বের করিয়েছে মিথ্যা।
আমিও কি বোকা! তোমার ইশারগুলো বুঝতে...
শূন্যতা যখন বিরহকে উজিয়ে দিল,
যোগ ও বিয়োগে ফলাফল শূন্য দাঁড়াল,
আর শেষ শব্দটার প্রহারে যখন ক্ষতবিক্ষত তখন
হুম তখন তোমার ইশারা স্পষ্ট হল দিবাকরের মত।
কিন্তু খুব দেরি- আচ্ছা ফার্দিস! খুব কি দেরি হয়েছে?
বোধ হয় না, তুমি চাইলেই "আমরা" হতে পারি!
কি 'আমরা" হওয়ার সুযোগটা--


২৩/০৫/১৮
১০:০১পিম