সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ "খোদা" "খোদায়ী"
এক খোদা "আজহারী"
                  আর খোদা "তাহেরী"
                                     কিংবা "সিদ্দিকী"।
এনায়েত, ফয়জুল, মাদানীরদল
কওমী-সুন্নি, খারেজি-শীয়া সব— খোদা।
খোদা! খোদ্ আরশে রক্ত-বহল!


খোদা কি ভুল করতে পারে কিংবা ব্যাখ্যা?
"গোস্তাখ, খামোস বাস!"
                       খুনি-চোখ খোদার চেলার
হ্যন কারেঙ্গে ত্যন কারেঙ্গে যত মদমস্ত হুংকার
নিজ ফতোয়ায় কাফের সব— "সব খোদা!"
আমি মানুষ, ভুল হয়— হয় আমার।
হে খোদা! খোদ্ আরশে রক্ত-বহল!


মত-মতামত মাজহাব, আকাবের ও আসলাফ
পুরোধা তাঁরা সব্বাই
                     জ্ঞান কিংবা গরিমায়
                                  একএকটা মাটির মানুষ।
তোমরা জামানার একক খোদা
তাঁদের হতে হায়! এক্কেবারেই যুদা
"লা-আদরী!" শানে আলা—
আর তোমরাতো সর্বজ্ঞানী, প্রাজ্ঞ খোদা
           "কুল্লু কাওয়ায়েদ মাজী-হাল মাসয়ালা!"


হায়! হায়! হায়! হায়রে খোদারদল—
খোদা! খোদ্ আরশে রক্ত-বহল।
তাজকিয়ায়ে নফস শুনে রেখো খুব প্রয়োজন
                                            প্রবল!