প্রেমকে আমার সময় দেবার সময়টা কৈ
বন্য হয়ে রঙ্গ করার সময়টা কৈ
আদর সোহাগ দেবার বল সময়টা কৈ
বিরহ্ যোগে কান্না করার সময়টা কৈ
মস্ত আকাশ গোধূলি ক্ষণ
                 নীল সমুদ্র দখিন পবন
এসব দেখার, বল আমার সময়টা কৈ
তোদের মাঝে হারিয়ে যাবার সময়টা কৈ?


আমিযে আমার মাঝে হারিয়ে গেছি
আমাতে আমার সুজন খুব পেয়েছি
আমায় শুরু, আমাতে শেষ
                আমায় গড়া শেষাবশেষ
মধ্য-দুপুর জোছনা রাতি
            শীতের সকাল, নিয়ন বাতি
কান্না-হাসি, স্বেচ্ছাচারী সব দেখেছি
আমিতো আমায় ঘেরা এক অনাবিল
                              -প্রাণ পেয়েছি!


আমিতো আমার প্রিয় প্রাণ ঈশ্বর
সাজদায় ললাট ঠেকাই কদম্ উপর
তাসবিহ ও সব স্তুতি বন্দনা পর
স্রষ্টার হৃদয় মাঝে আমারী ঘর।
সত্য-মিথ্যা ভালো-মন্দ
               দিবা-নিশি অন্তদ্বন্দ্ব!
প্রবঞ্চনা, প্রতারণা সবার উপর
আমাকে প্রাধান্য দেই আমার উপর!


আমি-ই এই আমারি--
হ্যাঁ! হ্যাঁ! হ্যাঁ এই আমারি প্রাণ ঈশ্বর।


১৪/১০/১৯
০৯:৩২পিম