আজকাল বড্ড মরে যেতে মন চায়!
কোন এক শিশির ঘাসেরমত সময়ের রুক্ষতায় শুকিয়ে মাটি হয়ে যেতে মন চায়!
জলের তোড়ে ভালবাসারমত শিকড় পচে নষ্ট হয়ে যেতে মন চায়!
রাজধানীর যানজটে মেজাজ হারিয়ে সব চুকিয়ে নিজেকে বিক্রি করে দিতে মন চায়!
অর্বাচীন যুক্তিগুলো মেনে নিয়ে হীরক রাজার মন্ত্রঘরে নিজেকে পুরে দিতে মন চায়!
ভেজা বালিশের নালিশ মেনে, থাই পর্দার শাসন শুনে, অন্ধকারের নিয়তি মেনে
মনের বড্ড মরে যেতে মন চায়!
এক্কেবারে কাউকে না জানিয়ে। কাউকে বলতে কাউকে! হ্যাঁ, তোমাকেও না।
আমার মরে যেতে মন চায়!


মরে যাবার কথা কাউকে বলে যেতে হয় না। ওটা আলোর চেয়ে গতিশীল
জেনেই ফেলে সবাই এখনি অথবা কোন একদিন!


আজকাল বড্ড মরে যেতে মন চায়!


ক্রমশ অবহেলারা ভারী হচ্ছে। ছোট পড়ে যাচ্ছে হৃদয়…
গুনতে গুনতে এগুতে এগুতে বড্ড মরে যেতে চাইছে—— মন।


সিলিংটার চাহনি কী চমৎকার শক্তিশালী, ইপনিলের সুঘ্রাণ এতোটা প্রকট
মাটির গ্রাভিটিতে এমন আকর্ষণ, দড়িটার গ্রিপ এতোটাই মজবুত
অংক মিলিয়ে ড্রামাটিক পোজে দাঁড়িয়ে ওঠে চোখের পাতায়।
একটাই মেসেজ অন্য কোন সংবাদ নেই
রাতদশটার বুলেটিংয়েরমত আজকাল বড্ড মরে যেতে মন চায়—ভীষণ করে।


দেখো বিধাতা! কাউকে না জানিয়ে একদিন মরেই যাবো, তুমিও জানবেনা!