এ জীবনের গালিচা গণেছে মৃত্যুর প্রহর,
শুধরাইতে হইবে ভুলের নতি এটা আপনার কবর!
এই ভয় মৃত্যুর সময় নিছক কর্ম কেন সংশয়?
আপনার স্মৃতি আপনাতেই থাক এটা হীন ধূলোময়!
এ জীবন তাঁরা আজ নেই কোনো উপমা,
ঝরে গিয়েও বেঁচে রইলো কে করবে ক্ষমা!
কী করিবে?  কী করা যায়?  
ভাবিয়ো তবু মরিও না আপনার যন্ত্রণায়!
এ রাত আঁধার আত্মা হয়েছে অঙ্গার,
মুক্তি নেই জীবন তাঁরার!