মানুষের সেবা করিতে গিয়া মানিলে তুমি করিলে মানুষেরে ভগবান,
এ সেবা নয়তো পূণ্য করিতেছ নিজেরে অপমান।
সকল মানুষ এক কাতারে বসিয়াছে দেখ,
ইসলাম বলে, সকলে সমান, কে বড় কেবা ক্ষুদ্র।
তোমারি দাস জান্নাতি হবে, তুমি বিপদে পুলসিরাতে!
নিজেরে মালিক কেমনে ভাবো জওয়াব দিতে হবে?
সত্যব্রত ক'জনা আছ পাবো কোথা খুঁজে-
মানুষ হইয়া মানুষের পূজা ওরা কেমনে করে?
সে দিন হইতো যুদ্ধ মাঠে নামিতো সিপাহসালা,
তরবারি খুলিলে ধূ-ধূ বালি করিত রক্ত আহার।
স্বার্থের দাঙ্গা ছিল না সেদিন মানব প্রেমী ছিল জমিনে,
মধ্যরাতে গমের বস্তা বইতো নিজ কাঁধে।
আজিকার দিনে রক্ত ঝড়ে নিজেরে করিতে বড়,
স্বার্থের কাছে জগৎ সংসার হইলো সংকুচিত।
সবখানে আজি কাঁদা ছুড়াছুড়ি কবে হইবে এর শেষ,
ভাইয়ের হাতে ভাইয়েরা মরছে ফায়দা উঠছে বেশ ।
সাম্প্রদায়িকতা কীংবা অসাম্প্রদায়িকতা আজ নেতাদের জলে ভেজানো গান,
মধ্য মাঠে রক্ত গঙ্গা নয় কী এটা স্বাধীনতার অপমান?
কোনটা ঠিক কোনটা ভুল নিজেতে মিলিয়ে নাও-
লাভ ক্ষতি সব বিচূর্ণন সময় আপনে হবে নিজ ক্ষয়!