আমার প্রলয় হলো আঁধার রাতে শূন্য মেরুর বাটে,
আমি নিঃসংকোচ হীরা জ্বলে মোর অজানা এক ভয়ে।
অন্ধকারে অস্তিত্ব খুঁজি ছায়া হাঁটে মোর পিছু,
অজানা হিসেব ডাকছে কাছে তন্ময় চোখ দুটো।
অচেনা আওয়াজ কাঁপন ধরে চিড় পড়েছে বুকে,
কী জানি তা; মুক্তি কোথায়? আকাশ গেছে ফেটে!
লক্ষ কোটি হৃৎস্পন্দনে অস্বাভাবিকতার আঁচ,
মধ্য রাতে স্বপ্নের কথা আমায় প্রলয় সর্বনাশ।
জীবন বিধান নিষেধ পাহাড় নয়ন তারার খেলা,
অন্ধকারে ছেয়ে গেল অস্তিত্বের শেষ নিশানা।
তীব্র আগুন লোহার পরশ খানিক আলাপন!
অজানা হিসেব ডাকছে আমায় আত্মারা করছে নিবেদন।
প্রলয় রাতে নিঃসংকোচ হৃদয়ে পেয়েছি অস্তিত্বের বাতিঘর,
একই পথ তার পেয়েছে মুক্তির দ্বার জানি না নাম ছায়ার,
এদেহ যে মিশে গেলো; রেখে গেল স্মৃতি আপনার!