চোখের পাপড়ি যখন নিভু নিভু তখন হঠাৎ শরীরটা শিরিশিরি দিয়ে উঠলো ,
হয়তো এটাই পরিসমাপ্তি;না সমাপ্তির ছায়াটা দীর্ঘ!
মনের উদাসীনতা খোলা আকাশের নিচে বিষন্নতায় ছেয়ে গেলে-
সবুজের সমারোহ যেন নিজের অজান্তেই মরণ পিপাসী পরিণত এক ফুলের জন্ম দিলো।
তীক্ষ্ণ সূর্য যখন মাথার ঠিক উপরে দাঁড়িয়ে -
শরীর তখনই আর্তনাদ করে;এ আর্তনাদ কীসের জানো?
মুক্তির! এই নাটকীয় দুনিয়ার হীনপূর্ণ চরিত্র থেকে সে মুক্তি চায়।
চারিদিকে যখন নিদ্রায় মগ্ন সবাই দীর্ঘ রাতে সে সমাপ্তি খুঁজে,
কেন? সমাপ্তিটা দীর্ঘ কারণ এই নাটকের রহস্যটা অনেক গভীর,
ঠিক যতটা সাগরের বিশালতা!