হৃদয়ে দেখিয়াছি হৃদয়,
বলিনি কবু তারাময়ী যদি হয় ক্ষয়!
নিজেতে রাখিয়াছি কথা ভেবেছি সহস্র;
বলতে পারি নি কবু যদি হই ভস্ম।
তীব্র হইতে তীব্রতর এ ব্যথা জীবনের উপসর্গ,
বলিতে গেলে যদি মিত্রতে দেখি গ্লানি না হয়ে স্বর্গ!
কতশত প্রেম বলয় গিয়াছে ভেঙ্গে দক্ষিণা হাওয়ার গাঢ় মেঘও কাননে,
তুমিও যদি যাও চলে হৃদয়ে রেখে ছাপ অন্ধকার কালো স্বপ্নে।  
এই ভয়! কেন এতো ভয়!
আমার জীবন তারা সবই যেন সংশয়;
ভালোবাসি না বলেও এটা চির অক্ষয়!