অগ্নীতে মোর মন জ্বলে নিভে নিভে,
অঙ্গারের মতো তেজ কাজ করে অন্তরের তলে-
স্বপ্ন-বিষাদ লুকায়িত আজ,
বাতাসে বহিতেছে অসহ্য তীক্ষ্ণ স্বাদ।
ভস্মের মতন তাই হয়ে যায় হৃদয় ফ্যাকাশে,
জীবনে কী চাই?
- এ জীবন তো ছায়ার মতো ভাঁসে!
জলন্ত আগুনে জীবনের ধোঁয়া উড়ে,
কত অঙ্গার হায় জ্বলে জ্বলে নিভে।
পরিশেষে ছাই জীবনে আর রস নাই,
জীবন ও পুড়িয়ে যায়, আত্মা ঝরে পড়ে হায়-
কাল নাগের মতো মারাত্মক বিষ রহে পড়ে,
কত শত অঙ্গার তিলে তিলে যায় নিভে।
একটু শক্তি চাই, কে দিবে এসে?
যদি অন্ধকারে তীক্ষ্ণ ধোঁয়া উড়ে!