গুলিস্তানের চিপায় ৬০ টাকার মাস্করা
দৌঁড়ে পালাচ্ছে করোনা ভাইরাসের আতঙ্কে।


আমি চুপসানো আতঙ্কের মুখে
একটি কালো মাস্ক পরিয়ে দিলাম।
পেটে অনেক ক্ষুদা- রাস্তা থেকে কুড়িয়ে
কয়েক মুঠো করোনা ভাইরাস খেয়ে নিলাম।


বুকের উপর দিয়ে গাড়িগুলো দৌঁড়ে পালাচ্ছে।
আমি টোকাই-
মালিবাগ ফ্লাইওভারের নিচে শুয়ে ভাবছি-
করোনা আর আমার বন্ধুত্বের গভীরতা।


করোনা- তুমি করো না আড়ি,
তোমাকে নিয়েই দিব বেঁচে থাকার সাগর পাড়ি।