তুমি চলে গেলে বিস্তৃত জোছনায়
নিখিল তবু খুঁজতে থাকে অপাংক্তেয়
রক্তিম শহরে যান্ত্রিক শব্দাবলীর ভীড়
আমি তবু হেঁটেছিলাম বহুকাল,
সময় ছিলো অপেক্ষায় অধীর।
তোমার চলে যাওয়া ক্ষয়ে দিয়েছে বসন্ত
সেই যে ঝড়ের রাতে ফুলেরা ঝরেছিল
আর তো বসন্ত আসে না, বাতাসে নেই সুবাস
এর পরেও ক্ষয়িষ্ণু বৃক্ষেরা অপেক্ষায় অনন্তর।
আমি বৃক্ষ দেবী ভেবে কল্পনায় ভেবেছিলাম তোমাকে
এক সবুজের অবলোকনের আশায় স্বপ্নের পথে,
তবুও তোমার বাসনা সেখানে ঠাঁই পেল না
তুমি চলে গেলে স্বপ্নটাও থাকেনা আগের মতন
তারা রুপ বদলাতে থাকে, যেন তারাও ভস্মীভূত।
তোমার চলে যাওয়ায় নিখিলের যে ক্ষতি
সেও তো কোনদিন পেরোবার না,
এই যে তুমি নাই, চলে গেলে সহসাই -
এই তোমার না থাকার দায় কে নেবে বলো?