বলছে পাগোল জোড় হাত করে,
ওগো দয়াল প্রভু
মিল-মহব্বত কোথায় থাকে
দেখতে পাই না কভু?


লোক মুখেতে হরহামেশা
এই কথাটা শুনি
নাই নাকি আজ সবার মাঝে
তাই তো প্রমাদ গুনি।


আরেক পাগোল কাছেই ছিল
ধমক দিয়ে কয়
এসব পাগোল নিয়েই এখন
হচ্ছে আমার ভয়।


মহব্বত কি এই দুনিয়ায়
বটের গাছে ধরে?
মিল মহব্বত মনের মাঝে
সবার ঘরে ঘরে।


মহব্বতটা আছে বলেই
জন্তু জানোয়ার
শিশুর জন্য জান দিয়ে দেয়
হোক না বিপদ তার।


সবার চেয়ে বেশি থাকে
মায়ের বুকে ভাই
মায়ের সাথে অন্য কারো
তুলনা তার নাই।


“মায়ের বুকের মহব্বতটা
সৃষ্টি বিধাতার”
এই কথাটা শোনার পরে
লাগল চমৎকার।