দিন ফুরিয়ে মাস গেলো,
           নতুন বর্ষপঞ্জি শুরু হলো।
বাংলা নববর্ষ ডাক এলো,
        আত্মপরিচয় প্রকাশ পেলো।


আদি সংস্কৃতি রুপ নিলো,
         রমনা বটমূল সজ্জিত হলো।
ফুল থেকে ফল এলো,
              কালবৈশাখী শুরু হলো।


রূপ,রস,গন্ধে তোমারি সঙ্গে,
       কাঠফাটা রৌদ্রে পান্তা-ইলিশ।
কাঁচা-পাকা ফলের ভিড়ে,
         ক্লান্তি ভূলায় বেলের শরবত।


ভোরের আর্দ্র হাওয়া রংবেরঙের
           পোষাকে উৎসব অশ্বত্থতলে।
শহর থেকে গ্রামে সকল প্রাণে
     দু:খ কষ্ট ভুলে জীবন নতুন করে।
আম-কাঁঠাল ভিড়ে সবুজের নীড়ে,
হাসি-আনন্দ ছড়িয়ে দেও সবার মাঝে।