পথ পেরিয়ে মাঠ বেড়িয়ে শান্ত নদী তীরে
তোমায় দেখবো বলেই আসি ফিরে ফিরে।
সন্ধ্যা নামে নদীর বুকে উড়ে দূর গাংচিল
সূর্যাস্তে ধবল বক মিলায় চাঁদের নীড়ে,
একে একে সন্ধ্যা প্রদীপ জ্বলে দু'তীরে
তাই দেখে জোনাক পোকা মিটি-মিটি হাসে।


ক্লান্ত মাঝি গান ধরেছে শান্ত নদীর মাঝে,
জোয়ার-ভাঁটায় দেখতে নদী খুবই ভালো লাগে।
চাঁদের-আলোয় দেখতে নদী ভীষণ ইচ্ছে জাগে।
তাইতো নদী শহর ভেদে আমার বাড়ি পাশে।
নগ্ন পায়ে কলসি কাঁখে রঙ্গিন চুড়ি হাতে,
শিশির ভেজা সবুজ ঘাসে কন্যা নদীর বাঁকে।
মুখখানি তার মায়া ভরা মুচকি হাসি হাসে,
দেখে যেনো মনে হয় চিনি তাহারে!
পারাপারের নৌকা গুলো সব বাঁধা দু'তীরে
ছোট-ছোট গ্রাম গুলি উঠেছে হেসে-খেলে
সবুজ ঘেরা চারদিকে বট বৃক্ষ-পুষ্প মিলে।
ডাকাতিয়া নদী     তোমায় দেখবো বলেই
          আসি ফিরে ফিরে।