কোন এক নির্জন নিরালায়                        
            বসে ছিলাম গভীর এক মনে
ভাবতে ভবতে কবু আনমনে
            উদাসিত সৃষ্টি প্রকৃতির মাঝে
কি অপরুপ এই সৃষ্টি ধরিয়া,
            সৃষ্টির সকল জীবের লাগিয়া।
তব কেনো এতো হানাহানি হায়
            কিসে এতো বিদ্বেষ-সংঘাতময়
আমাদের এই ভূবন খানি, জানি  
            তোমারই সৃষ্টি সকল মানব প্রাণি  
এ জীবনে হায় সবই বড় হতে চায়
            কে আছো তুমি প্রভুর হুকুম মানো।
স্রষ্টা তোমার সৃষ্টি কি নিদারুণ হায়
            হে প্রভু তুমি কত মহীয়ান তবু
বুঝিল না তোমারই সৃষ্টি মানব-প্রাণ  
           দেশে-দশে সংঘাত হত্যা-নির্যাতন
এ কি নিষ্ঠুর তোমার বিধির বিধান
           যা কিছু ধরায় সবই তাহার দান
বিধাতা ক্ষমা করো মোরে তুমি মহান
         পরম দয়াময় মেহেরবান।