আকাশের বুক
-শাহীন রায়হান
...
একটি পাখি এসে বললো আমায় হেসে
যাচ্ছি আমি উড়ে শহর ছেড়ে দূরে
এক দুই তিন নেচে তা তা ধিন
ঝুলে থাকা চাঁদ মামা তারাদের দেশে।


বললো আবার দুঃখে, আঁচড় কেটে বুকে
ধুলো মাখা পৃথিবীতে পাখিরা তুচ্ছ
সারাদিন ভয়ে থাকি মেলি না পুচ্ছ
ছানা দুটো বাসাতে আটকিয়ে রাখি
তবু এসে খুঁজে নেয় শিকারির আঁখি
আমাদের দুঃখ জানে ঘাস তরুলতা
পাখি তবু রোজ খুঁজি পাখি স্বাধীনতা


যেথা আছে স্বাধীনতা ভয়হীন সুখ
মনেহয় সেটা ঐ আকাশের বুক।