একটি কুকুর
শাহীন রায়হান


একটি কুকুর ঘেউঘেউ ঘেউ খুব ঢেকে যায় রোজ
কে রাখে তার খোঁজ?
কে তাকে দেয় খাবার?
সুযোগ পেলে লাঠি নিয়ে পেছন ছোটে আবার।


কেউ তাকে দেয় ঢিলের আঘাত
কেউ তাকে দেয় তাড়া
কেউ ছুড়ে দেয় মুগুর লাঠি
কেউ বলে তুই দাঁড়া!


এই মানুষের রীতি
নিজকে ভাবে জগৎ সেরা
কিন্তু ছড়ায় ভীতি।


একটি কুকুর প্রভু ভক্ত দেয় পাহাড়া বাড়ি
পথ পাড়ি দেয় পায়ে হেঁটে চায় না কভু গাড়ি
ক্লান্তি এলে পথে ঘুমায় চায় না খাবার দামী
তবু কেন আমরা মানুষ এত্ত নিচে নামি!


হোক না কুকুর তবু তাকাই একটু বামে ডানে
বাঁচুক ওরা ওদের মতো পাক জীবনের মানে।