আমার ছেলেবেলা
-শাহীন রায়হান
..….
ছেলে বেলার কত্ত স্মৃতি নিত্য করে খেলা
বুকের মাঝে দাগ কেটে যায় ভাবায় সারাবেলা
গাছের ডালে নায়ের পালে বিলের জলে ডুব
চিলের ডানায় পাখির ছানায় জাগতো নেশা খুব
বাবার কাঁধে কাটতো সময় মায়ের বকা শুনে
বনে-বাঁদাড়ে মন হারাতো খেলার স্বপ্ন বুনে
ধান কুড়ানো গাঁয়ের মাঠে সাঁতার কাটা জলে
কাটতো সময় দাঁড়িয়েবাধা গোল্লাছুট ফুটবলে।
বিষখালী নদ কালমেঘা খাল হরিণঘাটার বন
কাঞ্চুর হাঁটে দোকানপাটে হারিয়ে যেতো মন।
দাদীর কাছে বাবার কাছে গল্প শোনার ধুম
যাত্রাপালা নাটক দেখে ফুরিয়ে যেত ঘুম।
জীবন শিপন মনির জয়নাল সবাই সেজে ঘোড়া
হারিয়ে যেতাম শেষ বিকেলে নেই কাছে আজ ওরা।
পাঠশালা আর স্কুলেও চলতো যাওয়া আসা
কাটতো সময় দুষ্টমিতে পড়ায় ভাসা ভাসা
ছুটি ছিলো ঈদের খুশি নীল আকাশের চাঁদ
মিছামিছি ইট পোড়াতাম দিতাম জলে বাঁধ
আজ শহরে সময় কাটে বদ্ধ ঘরে একা
সেই মেঠোপথ বন-বনানী পাইনা কারো দেখা
হারিয়ে গেছে খেলার সাথে খেলার সাথী সব
তবুও বাঁজে হৃদয় মাঝে ওদের কলেরব।