বাবা
-শাহীন রায়হান
...
বৃদ্ধ বাবা অন্ধকারে চুপটি করে
মনে মনে রূপকথার এক জগৎ গড়ে


পথের ধারে শিশির ভেজা জংলি ফুলে
পাখনা মেলা ঝলমলানো জোনাই দেখে
হিম বাতাসে বটের শাখায় পাতার ফাঁকে
ছানার শোকে পেঁচা যখন ডাকতে থাকে
বাবা তখন মনের খাতায় সাদা মাঠে
রক্ত মাখা কষ্টগুলো আঁকতে থাকে।


রাত দুপুরে ভাবতে থাকে মনে মনে
দুলতে থাকা পাখির মতো থেমে থেমে
একাত্তরে যুদ্ধে যাওয়া তারই খোকা
ছুয়ে ছুয়ে অন্ধকারে ফুলের থোকা
ঐ আকাশের পাচিল ঘেরা খুপরি থেকে
বুকে এঁকে বিজয় নিশান মাতৃভূমি
আসবে নেমে শেকল ছিঁড়ে বাবা ডেকে।