বিদ্রোহী নজরুল
-শাহীন রায়হান
....
সাম্যবাদের কবি তিনি
ঝিঙে ফুলে রিনিঝিনি
প্রতিবাদের সুর তুলে
দুই ঠোঁটে তাঁর বিষের বাঁশি
কাব্য ছড়ায় রাশিরাশি
ঝুমুর তালে যায় দুলে।


তাঁর লেখাতে কুলি মজুর
চাষাভুষা বাজায় নূপুর
কাঠফাটা রোদ অগ্নিবীণায়
ঝলসে ওঠে উল্লাসে
ধূসর মরু প্রাণ ফিরে পায়
শুকনো পাতায় বুলবুলি গায়
মেঘপরীরা বৃষ্টি ঝরায়
দামাল হাওয়ায় যায় ভেসে।


তাঁকে ভেবে জোনাক পোকায়
আলো ছড়ায় ফুলের থোকায়
ঢেউয়ের তোড়ে উতলে ওঠে
মরা নদীর কূল
প্রেমে তিনি প্রণয় তিনি
উন্নত শির যাকে চিনি
ঝাঁকরা চুলের কবি তিনি
বিদ্রোহী নজরুল।