বন্ধু আমার পাখি
শাহীন রায়হান


বন্ধু আমার পাখি
ইচ্ছে হলে দরজা খুলে হাওয়ায় ভেসে
যাই হারিয়ে সবুজ ছুঁয়ে মেঘের দেশে
বই পড়াতে মন বসেনা, বইকে দিয়ে ছুটি
গোলাপ গাঁদার ডালে জুটে করি লুটোপুটি
ওদের সাথে কন্ঠ মিলাই, পালকে রং মাখি
বন্ধু আমার পাখি।


সবাই যখন যায় ঘুমিয়ে একলা জেগে থাকি
ভাবনা আমার ডেকে ডেকে পাখির মতো
তুলো মেঘে ডিগবাজি খায় অবিরত
ভাবনাগুলো জমিয়ে সব ড্রইং খাতায় রাখি
রংতুলিতে রং মাখিয়ে পাখির ছবি আঁকি
বন্ধু আমার পাখি।