বর্ণমালা
-শাহীন রায়হান
....
নেই আকাশে আলোর ছটা
পাখির ডানায় সাড়া
নদীর বুকে নেই কুলু তান
স্রোতস্বিনী ধারা


মায়ের ঠোঁটে নেই ভাষা আর
বোনের মুখে হাসি
জমাট দুঃখে সুর ভুলেছে
রাখালিয়া বাঁশি।


ঝিকমিক ঝিক ঝিকমিক ঝিক
ফুটলো আলোর রাশি
মায়ের দুঃখে জাগালো শেষে
সকল বণিক চাষি


বুকের তাজা রক্ত দিয়ে
সাজিয়ে দিলো ডালা
প্রাণের দামে বাহান্নতে
কিনতে বর্ণমালা।