দরবারী রাত
-শাহীন রায়হান
...
প্রতিদিন কিছু অগোছালো ঘুম এসে
জমা হয় চোখের দরজায়। তবু প্রতি ভাতঘুম দুপুরে
চোখের কপাট খুলে আলগোছে মুখ গুঁজি
"কাকাতুয়া তব হেরা" পাতায়।
কবি-কবিতার বুনো গন্ধে আমি বিভোর হই
বুকের শোকেসে মুঠোয় মুঠোয় তুলে রাখি
একটি বৃক্ষ, কিছু ফুল, একটি সাদা ঘোড়া
ও কিছু প্রেমময় রোমান্টিকতা।
তারপর তোমার রথযাত্রার জাদুমাখি
প্রিয়তম বাহুডোরে যেখানে প্রেম আর খুন
অলীক অন্ধকার মাড়িয়ে ছুঁয়ে গেছে
এক টুকরো জীবন।
তবু তুমি, বিশ্বাসী গোলাপের গন্ধ গায়ে মেখে
আততায়ী হও, চূর্ণবিচূর্ণ করে দরবারী রাত
মৃত্যুর মতো এগিয়ে যাও, "অভিসন্ধি পুষ্পের নিজস্ব সম্পত্তি" "বাঘের বাবা টাগ" ছুঁয়ে ছুঁয়ে
রাতের প্রাচীর ভেঙে "কবিধ্বনি"র ভালোবাসায়।