দুষ্ট ফড়িংছানা
-শাহীন রায়হান
...
হলদে কুসুম কাঁচা রোদে দুষ্ট ফড়িংছানা
হিম বাতাসের টাট্টুঘোড়ায় নাচায় খুশির ডানা।
তাক ধিনাধিন মনটা রঙিন বাঁধনহারা সুখে
টাপুরটুপুর বাজায় নূপুর নরম ঘাসের বুকে।


সন্ধ্যা হলে সূর্য গলে পানশী নায়ের পালে
লালচে আকাশ রক্ত ঝরায় সিঁদুর রঙা খালে
দাঁড়ি কমায় আসর জমায় বইয়ের নতুন ছড়া
বন্দী খোকার ভাল্লাগে না রুটিন মাফিক পড়া


দূরের আকাশ হাতছানি দেয় পাহাড় ধরে গান
বাতাস ভাঙায় নতুন সুরে পাতার অভিমান


ঢেউ ছড়ানো নীল সাগরে বহে জলের ধারা
পেঁজা মেঘের লেপ তোশকে আসর জমায় তারা
ফড়িংছানা তানা নানা কল্পলোকের বাঁকে
রামধনুকের রংতুলিতে চিত্রকলা আঁকে।