এক মুঠো সুখ
-শাহীন রায়হান
...
পাখির ঠোঁটে উড়ে যায় ময়ূরকন্ঠী রোদেলা বিকেল
মৃত নদীর তটরেখায় জমা হয় কাক রং কালো অন্ধকার
ভালোবাসার ওম ভেঙে ঘরে ফেরে উদ্বিগ্ন মরালী


ভয়ার্ত ঝিঁঝিঁর চিবুক ছেঁড়া একটানা আর্তনাদে
ভরে যায় আমার চারাপাশ,
চোখের তারায় যমদূত হয়ে নেমে আসে বিকলাঙ্গ রাত, মাটির ধূসর সূতিকাগৃহে মুখ থুবড়ে পরে থাকে
দুর্বা মুথাঘাস।


নীড় ভেঙে পাতার পাখিরা প্রশান্তির পাট চুকিয়ে
চলে গেছে বহুদূর।
পৃথিবীর ভাগ্যরেখা আজ
কতগুলো যমদূত অসুরের দখলে,
যেখানে সাদা রমনীর মতো স্নিগ্ধতা ছড়ানো
জুঁই ফুলের নিবিড় কোমলতা আর নেই


সিঁথির সিঁদুর মোছার মত মুছে গেছে খুকির স্বপ্ন, বাবার প্রাণখোলা হাসি, সাদা কপোতের পাঁজর ভেঙে খুন হয়েছে ফুল আঁকা ভাতের প্লেট।


মায়ের সুতো বোনা ঘুঙুর আঁচলে আজ
শুধুই বারুদের গন্ধ, শুকিয়ে যাওয়া রক্তের কালো ছোপ ছোপ দাগ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দামামা
মৃত্যু মৃত্যু খেলা


তবুও-
অষ্টাদশী তরুণীর বিধ্বস্ত গানের স্বরলিপি
মাইনি নদীর পাক খাওয়া গোলা জল
পা হারানো গোশালিকের দুটি ছানাবড়া চোখ
চেয়ে থাকে এক মুঠো সুখের প্রত্যাশায়।