হেমন্তকাল
-শাহীন রায়হান
...
নেই আকাশে নীলের ছোঁয়া শুভ্র কাশের তুলি
বিষণ্ণ খুব কলমিলতা শিউলি বকুলগুলি


তুলোট মেঘে গান বাজে না গীটার গেছে থেমে
জলটুপটুপ আকাশ থেকে  শিশির এসে নেমে
ঘাপটি মারা কাঠবিড়ালির আস্তে কেড়ে ঘুম
গোলাপ গাঁদার কোমল ঠোঁটে দেয় পরিয়ে চুম।


মৌমাছিরা সুখ মাখা ধান সোনাঝরা মাঠে
টুংটাংটুং গোঁফ নাড়িয়ে আনন্দে সুর কাটে
স্বপ্নে বিভোর কৃষক বউয়ের উছল চোখের তারা
মন কেড়ে নেয় দুধ কুয়াশা নরম জোছনাধারা।


হেমন্তকাল নবান্ন গান বন-খেজুরের চুলে
পরশ বুলায় মন-গহীনে খুশির ডানায় দুলে।