পঙ্গু বসুন্ধরা
-শাহীন রায়হান
....
রক্ত চোষা হিংস্র দানব নরপশুর রূপ
ইসরায়েলি হায়েনা তোরা খুব বেড়েছিস খুব
জ্বলছে আগুন রক্ত শিরায় আর পাবিনা পার
পুড়বো তোদের অগ্নিশিখায় ভাঙবো বুকের হাড়।


ছোট্ট শিশুর আর্তনাদে কাঁপছে ফিলিস্তিন
আন্ধা চোখে বিশ্বটা আর ঝিমবে কতোদিন
দুইশ কোটি মুসলমানের জাগবে কবে বোধ
হেরেম ছেড়ে আল্লাহ রবে গড়বে প্রতিরোধ।


দন্তবিহীন জাতিসংঘ এখন কোথায় তুমি
শকুন ঠোঁটি ইসরায়েলকে যাচ্ছ বুঝি চুমি
এমনেস্টি ইউনিসেফে কাঁকন পরে হাতে
ঘোমটা দিয়ে আছো আহা! মুখ ঢেকে লজ্জাতে।


ঝিম শালারা ঝিম
ঘুনে ধরা মাথায় তোদের ঘুরছে কিসের থিম
ঝরলে কতো চোখের পানি মরলে কতো মরা?
সত্য ন্যায়ে জাগবে আবার পঙ্গু বসুন্ধরা।