প্রিয় দাদী সোনাবান
-শাহীন রায়হান
.....
সুনীল আকাশ কেঁদে কেঁদে যায় কাঁদে মায়াবী ভোর
কাঁদে জোনাকি পিউ পাপিয়া কাটেনা মনের ঘোর
রাতের হাওয়া ধীরে বয়ে যায় উদাস পাখির ডাকে
পুরনো ব্যাথা উতলে ওঠে আমার মনের বাঁকে।


মন কেঁদে ওঠে অশ্রুধারায় ভিজে যায় দুটি চোখ
তোমার জন্য বুকের মাঝে কেঁদে কেঁদে ওঠে শোক
তুমি ছুঁয়ে যাও দক্ষিণা বাতাসে আমার নরম চুল
মন ভরে যায় তোমার কবরে যেই দেখি বুনো ফুল।


ফুল যেন নয় এখনো তুমি হাত ইশারায় ডাকো
পুরনো দিনের সকল আদর আমার গালে মাখো
কোকিলার মতো কুরআন পড়ো ডেকে যাও নাম ধরে
দু'হাত তুলে কর মোনাজাত ফজর নামাজ পড়ে।


চোখ মেলে দেখি তোমার ছবি আমার মনের ঘরে
তোমার ঠোঁটে পুঁথি পালা গান আমায় আকুল করে
আদরে তোমার মন ভরে যায় খুশির নূপুর বাজে
তোমার আশীষ পরশ বুলায় এখনও সকল কাজে।


কত দিন হলো তোমার সাথে হয়নি বলা কথা
তোমার দুঃখে নীরবে কাঁদে বনের স্বর্ণলতা
তিলক ঘুঘু ভেজা দু'চোখে কেঁদে কেঁদে গায় গান
কাঁদে এই মন ঘাস লতা বন প্রিয় দাদী সোনাবান।