প্রিয় দুলু ভাই
শাহীন রায়হান


আকাশের বুক আজ দুঃখ ভরা খুব
বিরহ ব্যথায় ঝরে জল টুপটুপ।


ফুল কাঁদে পাখি কাঁদে কেঁদে যায় বন
তোমায় ভেবে কাঁদে প্রজাপতি মন।
বর্ণমালা কাঁদে শিশিরের জল
শ্রাবণের দু,চোখে জল টলমল।


তোমার ছবি আঁকে সাগরের নীল
ডেকে যায় মৌমাছি একঝাঁক চিল
তুমি জাগো সৃষ্টিতে আকাশের ভাঁজে
স্মৃতি হয়ে দাগ টানো হৃদয়ের মাঝে।


তুমি আছো ফুলে ফুলে তুমি আছো ছন্দে
তুমি আছো মহুয়া বকুলের গন্ধে
তুমি আছো ঘাস বনে সবুজাভ বাঁশ বনে
কোথা তুমি নাই!
তুমি আছো থরে থরে সকলের অন্তরে
আছো তুমি রবে তুমি জুঁইয়ে
ইছামতী ছুঁইয়ে
প্রিয় দুলু ভাই।