প্রতিকৃতি
-শাহীন রায়হান
.....
কি অদ্ভুত! তোমার প্রিয় মুখখানি
অন্ধ ঘড়ির মতো উবু হয়ে পড়ে আছে
আমার বারান্দায়


তোমাকে এখন আর আমি ভাবতে পারি না
ভাবতে গেলেই অন্ধ হয়ে যাই
আলোহীন শবযাত্রায় শরীক হয়
আমার দু'চোখ।


ওরা অশ্রু সিক্ত হয় বিলাপ করে
তবু আলো আসেনা, মিশে যায়
আলকাতরার মতো ঘন অন্ধকারে


এখন আমি এক জন্মান্ধ রংতুলি
কালির আঁচড়ে কিছুই আঁকতে পারিনা
তবু ভাবনা এঁকে যায় তোমার প্রতিকৃতি।