শরৎ রানী
-শাহীন রায়হান
....
তুমি এলে ঘুমের দু'চোখ ছুঁয়ে রাতের বর্ষা বিরহে-
শ্রাবণের চৌকাঠ মাড়িয়ে নীরব ভাদ্র সন্ধ্যায়
জ্যোৎস্না ঝরা সাদা মেঘে ঘাস ফুল শিউলি তলায়।


তুমি এলে সমুদ্রের সুনীল বুক ছুঁয়ে সুগন্ধি বকুলে
কাঁচের শার্সিতে লেগে থাকা কোমল শিশির কণায়-
কোমায় আচ্ছন্ন কদম কেয়ার বুক চিরে
সকালের সোনালী রোদে।


তুমি এলে তারায় তারায় আলোর পিদিম জ্বালিয়ে
ভাঙা নৌকায় ছেঁড়া পালে নির্জন জোনাকি আলোয়-


তুমি এলে নারীর ঐশ্বর্যে প্রিয়ার টোল পড়া গালে
খোঁপায় ভ্রমর এঁকে প্রকৃতি জীবনের একমুঠো আনন্দে
মৌসুমি পাখির শুভ্র ডানায় মেঘের সাদা শাড়িতে
আমার বুকের ঝুলবারান্দায় প্রিয়তম শরৎ রানী।