শরত
-শাহীন রায়হান
...
আকাশের শামিয়ানা তারাদের ঘর
চপল হাওয়ায় করে মেঘ নড়বড়
পাতার বাদ্যি বাজে ঝিঁঝিঁরা ডাকে
বাঁকা চাঁদ লাল নীল স্বপ্নটা আঁকে।


টাট্টু ঘোড়ায় চড়ে রূপকথা আসে
ফুলের গন্ধ মেখে ইচ্ছেরা হাসে
নিশিবক জেগে ওঠে প্রকৃতির খামে
নরম জোছনা নামে নব উদ্দামে।


ফুল পরি গায়ে পরে জুঁই-চাঁপা শাড়ি
নিঝুম রাতে আসে বকুলের বাড়ি
পাহাড়িয়া সুর তুলে যাযাবর মনে
শরত যখন আসে সাদা কাশবনে।