কাক বলে- "আমি
গাইতে পারি না গান।
তাই বলে কি আমায়,
দিতে হবে প্রাণ।"


কেউবা পারে গান গাইতে
যেউ পারে কবিতা লিখতে।
আপন সত্বায় বেড়ে ওঠার
মজা ক'জন ই বা জানে?


কোকিল বলে কন্ঠ আমার
অপার সুরের আধার।
তোমার বাপু আছেই বা কি?
কাকা শব্দের বাহার।


কাক বলে," ওর কোকিল
বন্ধু তুই আমার।
আমার কন্ঠের বাহার ই যে
তোর সুরের আধার।"