বৃষ্টি তোরে বাসি আমি
সবচাইতে ভালো।
তুই যে আমার আঁধার ঘরের
সুখের সেই আলো।


তোর জন্য লুকাতে পারি
আমার চোখের জল।
তোর জন্যই করতে পারি
নিজের সাথে ছল।


তোর মধ্যে স্মান করে
আত্মতৃপ্তি পাই।
তোকে ভালবেসে আমি
স্বর্গসুখ পাই।


প্রকৃতির কষ্টটাকে
নিজের করে নিয়ে,
আকাশ থেকে নেমে আসিস
মোদের ভালোবেসে।


তোর প্রেমে ডুবতে আমার
ভীষন ভালো লাগে।
বৃষ্টি তোর ছোঁয়ায় আমার,
দুঃখ যায় চলে।


তোর জন্যই ঐ কৃষকের,
এত অপেক্ষা।
তুই আসলেই শেষ হয় ওদের,
শত প্রতিক্ষা।


তোর জন্যই ঐ প্রকৃতি
এত সজীব হয়।
তোর জন্যই সবাই মিলে
রব রব কয়।


তোর জন্যই কত মানুষ
বৃষ্টির গান গায়।
তোর জন্যই কৃষক হাসে
যখন তোর ছোঁয়া পায়।


আমিত শুধু আপেক্ষা করি
তুই আসবি বলে।
বসে থাকি একমনে
শুধু তোর জন্যে।


তোর জন্যই আমার মনে
অঘাত ভালোবাসা।
তোর মধ্যই খেলব আমি
কান্না ভুলার খেলা।।