হারিয়ে যাওয়া পথিক আমি
হারাই পখের মাঝে।
উদাস হয়ে ভাবি আমি,
বাঁচি কেমন করে?


মন তো আমার প্রশ্ন ভরা
উত্তর নেই জানা।
কোথায় গেলে যাবে জানা
নাই কোন ঠিকানা।


আহার নাই নিবাস নাই।
নাই কোন বস্ত্র
পথই এখন সঙ্গী আমার
একমাত্র অস্ত্র।


সবার মাঝে চাই থাকতে
মরার পরেও
খোদার কাছে হাজার প্রার্থনা
শুধু তারই জন্যে।


একদিন সবাই,চিনবে আমায়
করবে প্রশংসা
সেই দিনটির জন্য আমার
আজও অপেক্ষা।