বাবা বলে ডাকি তোমায়
সাড়া কেন দাও না,
তুমি যদি থাক রেগে
ভালো আমার লাগেনা।


বাবা তুমি আমার প্রিয়জন
তুমিই প্রানের ধন,
তোমায় ছাড়া থাকব কেমনে
ভাবি সারাক্ষন।


কষ্ট করে তুমি মোর
ক্ষুদা নিবারন কর,
পাগল আমি আমার জন্য
কতইনা কষ্ট কর।


বুঝিনা আমি কেমন করে
থাকব তোমায় ছাড়া।
তোমায় ছাড়া এক মুহুর্তও যে
বাঁচতে পারব না।


বাবা তুমি না থাকলে পরে
আমি কিছুই না।
তুমি জন্ম না দিলে বাবা
আমি,পৃথিবী দেখতাম না।


মাথার ঘাম পায়ে ফেলে
আয় রোজগার কর।
সেই আয়ের অর্থ দিয়ে
আমায় শান্ত কর।


পড়াশুনার খরচ চালাতে
তুমি পাগল থাক।
আমি তো পাগল,পড়াশুনা না করে
টাকা উড়াই আড্ডা মেরে।


ক্ষমা চাইছি বাবা আমি
আজকে তোমার কাছে,
ক্ষমা করে দিও তুমি
অনুগ্রহ করে।


দোয়া কর বাবা তুমি
সৃষ্টিকর্তার কাছে,
তোমার স্বপ্ন যেন আমি
ফলাতে পারি বাস্তবে।।