রাস্তায় দাড়িয়ে আছে একটা মেয়ে
আতকে উঠে তাকিয়ে থাকি
মেয়েটি আসছে এদিকে
সহসা বললাম না কথা
হঠাৎ বলে উঠল-নাম কিতা?
আমি আছি চুপ করে।
চুপ হইয়া আছেন কেন?
আমার নাম আকাশ।
সে যেই হন আমার নাম সোনিয়া।
এত রাতে এই মাঝ পথে?
আমার কাজই তো রাতে।
বলে সে শুধু হাসে
কি করেন আপনে?
মেয়েটা বলল গদর বেইচা খাই।
তার কথার মানে বুঝলাম না।
বুঝতে চেষ্টাও না করে কিছুক্ষন কথা বললাম।
কথার একপর্যায়ে-
আমি একজন পতিতা ।
বলে চিৎকার করে উঠল মেয়েটা
আমি হতবাক হয়ে জিঙ্গাসা করলাম
এসব কেন করেন?
বলল পেটের টানে।
বললাম অন্য কাজ কেন করেন না?
কাহিনীটা সত্যিই মর্মর
অন্য কাজ সে করতে পারে নি
আমাদের মতই একটা ছেলে
সম্ভ্রম ওর নিয়েছিলো লুটে।
তারপর কাজ খুজতে যায় যেখানে
সবাই বলে ওর কাপড় দিতে খুলে
আর্তনাত করেও পায়নি রেহাই
ক্ষুদার জ্বালায়
সে ঘুড়ে বেড়ায়
চাকুরি যখন পেল একটা
বস বলল কাটাও রাতটা
দুজন মিলে করব মজা
কেটে যাবে এই রাতটা
বলতে বলতে আবার কেঁদে উঠল মেয়েটা
বলল,আমরাও তো মানুষ।
আমাদেরও তো সুন্দর ভাবে বাঁচতে ইচ্ছে করে।


সে বলল
যখন আমি যাব মরে
থাকব হয়ত আপন বেশে
মরতে গিয়েও গেলাম বেঁচে
মৃত্যুও যেন আমায় ঘৃণা করে।


এরকম আরও অনেক পতিতা আছে আমাদের সমাজে।আমারা কি তাদের সম্পর্কে জানার চেষটা করি?