লিখতে নাহি জানি তবুও
লিখতে ভালোবাসি।
সারাদিন কাগজ কলম
নিয়ে বসে থাকি।


একটা কবিতা লিখার জন্য কত
কাগজ করি নষ্ট।
মাঝে মাঝে না লিখতে পেরে
পাই শত কষ্ট।


তবুও আমি লিখতে চাই ,তাই
চেষ্টা করি বেশি।
লিখার মধ্যে কোনরকম
থাকি আমি বাঁচি।


লিখা ছাড়া সময় যেন
আমার কাটে না।
লিখা ছাড়া কোন কিছু,
ভালো লাগে না।


সৃষ্টি জগতের সব কিছু,
আমার কাছে গুরু।
আমি অধম তাঁদের কাছে
মূর্খ্য ছাত্র শুধু।


শিখতে যখন নেই যে মানা।
কেন শিখব না?
যত শিখব তত পারব
এটা ভুলব না।


লিখব আমি কবিতা
দিয়ে মনের ভাষা।
তবুও আমি ছাড়ব না
কবিতা লিখার নেশা।।