মনে করি এ পৃথিবীটা
ধূ ধূ মরুভূমি।
তার মধ্যে ক্ষুদ্র একটা
বালু কণা আমি।


সবাই আমাকে কেন জানি না
কবি বলে ডাকে।
শূনে আমার নিজকে
ঘৃণা করতে ইচ্ছে করে।


আমি তো এখনও
হতে পারিনি কবি।
প্রকিতির কাছে আমি
এখনও শিখছি।


তবে কেন কবি বলে
বড় করো মোরে।
আমি অধম থাকতে চাই
সবার চেয়ে নিচে।


যেদিন পৃথিবী বলবে মোরে
হয়েছি আমি কবি।
সেদিন আমি গর্ভ করে
বলব- আমি কবি।।